আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে জাতীয় বৌদ্ধ যুব সম্মেলন
প্রকাশিত : ১৮:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নগরীর হোটেল সৈকতের হলরুমে অনুষ্ঠিত হবে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, শপথানুষ্ঠান, কৃতী শিক্ষার্থী, গুণীজন সম্মাননা ও জাতীয় বৌদ্ধ যুব সম্মেলন ২০২৩।
সকালে যুব সম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. অনুপম সেন।
প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়, সভাপতিত্ব করবেন যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
দ্বিতীয় পর্বে শপথানুষ্ঠান, কৃতী শিক্ষার্থী–গুণীজন সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রধান অতিথি থাকবেন কনফিডেন্স সিমেন্ট লি.-এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।
সভাপতিত্ব করবেন যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। শেষে টিভি ও বেতার শিল্পী ও যুব পরিষদ শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে সাংস্কতিক অনুষ্ঠান।
সূত্র: বাসস
এসবি/
আরও পড়ুন